kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

স্বাক্ষর জাল, জেলে ভাইস চেয়ারম্যান

দিনাজপুর প্রতিনিধি   

২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করার মামলায় দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেনের আদালত গতকাল রবিবার এই আদেশ দেন। ২০২০ সালের ২৯ আগস্ট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় মৃত্যুবরণ করলে ওই পদ শূন্য হয়। ২০ অক্টোবর নির্বাচনে প্রার্থী হন সোহাগ। পরে সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক। তাঁকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই পদে নিযুক্ত করেছেন। ওবায়দুল কাদেরের স্বাক্ষর ও সিলযুক্ত একটি কাগজও দেখান তিনি।সাতদিনের সেরা