kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

নির্বাচন সামনে রেখেই সাম্প্রদায়িক হামলা

আব্দুল মোমেন

সিলেট অফিস   

২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্বাচন সামনে রেখেই সাম্প্রদায়িক হামলা

নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক হামলার মতো অপতৎপরতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিয়েছে, তার প্রশংসা করেছে ভারত।’ গতকাল শনিবার সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সিলেট জেলা প্রেস ক্লাবের পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই বছর পর নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হামলার মতো অপতৎপরতা চালাচ্ছে। তবে সরকার এসব তৎপরতা মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে।’ তিনি বলেন, সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপের প্রশংসা করেছে ভারত। ভারতের অনেক স্থানে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করলেও তাদের অনেকেই বানোয়াট প্রচারণা চালিয়েছে। তবে ভারত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে।সাতদিনের সেরা