kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

বিজিবি সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গত শুক্রবার আত্মহত্যা করেছেন। তাঁর নাম সোহরাব হোসাইন চৌধুরী (২৩)। নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেন। এর আগে জীবনযন্ত্রণা নিয়ে ফেসবুকে অভিমানী স্ট্যাটাস লেখেন তিনি।

সোহরাব ময়মনসিংহের খাগডহর এলাকার ৩৯, বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে কর্তব্যরত ছিলেন। তাঁর বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার বাঁশপাদুয়া গ্রামে। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন চৌধুরী।

৩৯, ব্যাটালিয়ন ক্যাম্পের সহকারী পরিচালক ইউনুস আলী জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন সোহরাব। বিষয়টির তদন্ত চলছে।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সাতদিনের সেরা