kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

করোনায় আরো ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো ৯ জন মারা গেছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ২৭৮ জন এবং সুস্থ হয়েছে ২৯৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। ওই তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় শনাক্ত হার ১.৩৬ শতাংশ। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জন। এর মধ্যে মারা গেছে ২৭ হাজার ৮১৪ জন এবং সুস্থ হয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন।

শেষ ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুজন করে; সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছে।সাতদিনের সেরা