kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

মেয়র জাহাঙ্গীরের বিতর্কিত বক্তব্য

ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত হবে দলের কেন্দ্রীয় কমিটির সভায়

নিজস্ব প্রতিবেদক   

২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুর সিটি করপোরেশনের মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায়। আগামী ১৯ নভেম্বর এই সভা হবে।

গত রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এমন আলোচনা হয়েছে।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে মেয়র জাহাঙ্গীরের বক্তব্যের জেরে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

বিজ্ঞাপন

এ নিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের পরবর্তী সভায় এ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে জানান। আগামী ১৯ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের পরবর্তী সভার এজেন্ডায় বিষয়টি থাকবে।সাতদিনের সেরা