kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

জীবনানন্দ দাশের প্রয়াণ দিবসে শ্রদ্ধা

বরিশাল অফিস   

২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার বরিশালে কবি জীবনানন্দ দাশের ৬৮তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। নগরীর জীবনানন্দ সড়কের জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগার প্রাঙ্গণে গতকাল সকালে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় কবিতা পরিষদ জেলা শাখা। এ ছাড়া প্রগতি লেখক সংঘ, সাংস্কৃতিক সংগঠন উত্তরণ, অনুশীলন সাংস্কৃতিক পরিষদসহ অন্যান্য সংগঠন কবিকে শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় কবিতা পরিষদ জেলা শাখার আয়োজনে কবিতা আবৃত্তি ও আলোচনাসভা হয়।

বিজ্ঞাপন

কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যক্ষ ইনামুল হাকিম, নজমুল হোসেন আকাশ, মুকুল দাশ, কবি আসমা চৌধুরী, দেবাশীষ হালদার ও অপূর্ব গৌতম। জীবনানন্দের কবিতা আবৃত্তি করেন কাজী সেলিনা, শোভন কর্মকার ও অনিন্দ্য দ্বীপ।সাতদিনের সেরা