kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

আসছে বছর চার মেগাপ্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   

২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআসছে বছর চার মেগাপ্রকল্পের উদ্বোধন

ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর চারটা মেগা-প্রকল্প উদ্বোধন করা হবে। পদ্মা সেতু, মেট্রো রেল, বিআরটি এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেল। রবিবার পায়রা সেতু উদ্বোধন করা হচ্ছে। এই দিনে ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

গতকাল তেজগাঁও সড়ক ও জনপথ অধিদপ্তরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ‘যখন পদ্মা সেতু খুলে দেওয়া হবে, তখন কোনো বাধা ছাড়াই ঢাকা থেকে সরাসরি কুয়াকাটা যাওয়া যাবে। সড়কের এত উন্নয়ন দেখলে বিদেশ বিদেশ লাগে। এক্সপ্রেসওয়ে দেখে মনে হয়, এগুলো ইউরোপের সড়ক। বিএনপির আমলে মেরিন ড্রাইভের কোনো কাজ হয়নি। প্রতিবছর বরাদ্দ হতো, সেই টাকা সাগরের জলে ভেসে যেত। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সেই মেরিন ড্রাইভ হয়েছে। আরো একটি হবে। ’সাতদিনের সেরা