kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

রিজভী বললেন

মণ্ডপের ঘটনা ধামাচাপা দিতে সরকার নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক   

২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, এই যে ঘটনা (পূজামণ্ডপে হামলা), এখন আস্তে আস্তে গর্ত থেকে বিষাক্ত সাপ বেরুচ্ছে। হাজীগঞ্জে যাদের দেখা গেছে সংঘাত সৃষ্টি করতে, তারা ক্ষমতাসীন দলের সংগঠন ছাত্রলীগের লোক। হৃদয়, খোকন, মেহেদি। এখন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য তারা (সরকার) চেষ্টা করছে। বিএনপির নেতাদের নামে মামলা দিয়েছে। বিএনপি নেতারা কী ওই স্পটে ছিলেন? তাহলে তাঁদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন কেন? যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছেন কেন?

গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাদরাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে জায়নামাজ ও খাবার বিতরণ অনুষ্ঠানে রিজভী এ কথা বলেন। মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের একদল নেতাকর্মী এ আয়োজন করেন।

কুমিল্লার ঘটনায় গ্রেপ্তার ইকবালের নাম উল্লেখ না করে রিজভী বলেন, ‘আজকে হিন্দু সম্প্রদায়ের নেতারাও বলেছেন, এই যে একজন ভবঘুরের কথা তাঁরা আবিষ্কার করলেন, এটা সাজানো নাটক। এটা সরকারের ওই দৃষ্টিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা।সাতদিনের সেরা