kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

জি এম কাদের বললেন

সাম্প্রদায়িক ষড়যন্ত্র এখনই রুখতে হবে

নিজস্ব প্রতিবেদক   

২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাম্প্রদায়িক ষড়যন্ত্র এখনই রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গতকাল শুক্রবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্প্রীতি সমাবেশে তিনি এ আহ্বান জানান। জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ ওই সমাবেশের আয়োজন করে।

জি এম কাদের বলেন, ‘উসকানিমূলক হামলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর রক্ষা করতে ব্যর্থ হয়েছে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

বিজ্ঞাপন

তাদের ব্যর্থতা হচ্ছে সরকারেরই ব্যর্থতা। এই ব্যর্থতার দায় সরকারকে নিতেই হবে। ’

তিনি বলেন, এ দেশের মানুষের মধ্যে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। একই চত্ব্বরে মসজিদ ও মন্দির রয়েছে। কখনো নিজ নিজ ধর্ম পালনে সমস্যা হয়নি এ দেশে। কিন্তু গত শারদীয় দুর্গা উৎসবে কেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলো, তা খতিয়ে দেখতে হবে।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র চলছে। কোনো হিন্দু নিজ উৎসব বিনষ্ট করতে কোরআন অবমাননা করতে পারে না। আবার ন্যূনতম ঈমান আছে—এমন কোনো মুসলমান কোরআন অবমাননা করতে পারে না। যে বা যারা করেছে, তা গভীর ষড়যন্ত্রের অংশ।সাতদিনের সেরা