kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

ফেনীতে সড়কে নিহত ৩

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফেনীতে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক, সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। এ ছাড়া গাজীপুরের শ্রীপুরে এক শিশু ও মানিকগঞ্জে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত—

ফেনী প্রতিনিধি জানান, ছনুয়া ইউনিয়নের বোগদাদিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে নিহতরা হলেন পিকআপচালক গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মোহাম্মদ সুজন, চালকের সহকারী মাদারীপুর জেলার গোবিন্দপুরের শামীম হাসান ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট শাঙ্খ আলমপুর সন্যাসিতলা গ্রামের শহিদুল ইসলাম। 

এ ছাড়া গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া বেপারিবাড়িসংলগ্ন এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় শিশু মোহাম্মদ আলী (৪) মারা যায়। মানিকগঞ্জের শিবালয় মারা যান লিটন নামে এক ব্যক্তি।সাতদিনের সেরা