kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

সিনোফার্মের আরো ৫৫ লাখ ডোজ টিকা এলো

নিজস্ব প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনের সিনোফার্ম থেকে করোনাভাইরাসের আরো ৫৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে। বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা এসে পৌঁছায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই খবর জানানো হয়েছে। এ নিয়ে এই পর্যন্ত দেশে টিকা এসেছে সাত কোটি ৯৭ লাখ ডোজ। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশে টিকা দেওয়া হয়েছে পাঁচ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৬৩৬ ডোজ। প্রথম ডোজ নিয়েছে তিন কোটি ৯৫ লাখ ৬১ হাজার ১৬২ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছে এক কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৪৭৪ জন। অর্থাৎ আর সাড়ে পাঁচ হাজার মানুষের দ্বিতীয় ডোজ পূর্ণ হলেই দেশের দুই কোটি মানুষের দুই ডোজ টিকা পাওয়া পূর্ণ হয়ে যাবে। আগামীকাল শনিবারই এই দুই কোটির মাইলফলক যেমন পূর্ণ হবে, তেমনি প্রথম ডোজ পাওয়া মানুষের সংখ্যাও আগামীকাল চার কোটি পেরিয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা।সাতদিনের সেরা