kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুর্নীতির অভিযোগে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়ে যাওয়া এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এস এম আমজাদ হোসেনের মালিকানাধীন একটি ‘কাগুজে’ প্রতিষ্ঠানের নামে ব্যাংকের ২০ কোটি ৬০ লাখ টাকা ঋণ তুলে আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে। গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ দায়ের করা এই মামলায় আমজাদ ছাড়াও আরো ছয় কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন সাউথ বাংলা ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহা. মঞ্জুরুল আলম, ভাইস প্রেসিডেন্ট এস এম ইকবাল মেহেদী, এক্সিকিউটিভ অফিসার মো. নজরুল ইসলাম, ব্যাংকটির খুলনা শাখার সাবেক এমটিও তপু কুমার সাহা, জ্যেষ্ঠ কর্মকর্তা বিদ্যুৎ কুমার মণ্ডল ও জ্যেষ্ঠ কর্মকর্তা মারিয়া খাতুন।

বিজ্ঞাপনসাতদিনের সেরা