kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান অ্যামনেস্টির

কূটনৈতিক প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশারদীয় দুর্গাপূজার সময় ও পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ, মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া অঞ্চলের ক্যাম্পেইনার সাদ হাম্মাদি এই আহ্বান জানিয়ে বলেছেন, ‘হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির, ধর্মীয় অনুষ্ঠানে ক্ষুব্ধ জনতার হামলার খবর দেশে সংখ্যালঘুবিরোধী ক্রমবর্ধমান মনোভাবের বহিঃপ্রকাশ। বিগত বছরগুলোতে এ ধরনের হামলা থেকে বোঝা যায়, রাষ্ট্র সংখ্যালঘুদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে।’ তিনি বলেন, ‘অবশ্যই সহিংসতা ও ভাঙচুরের ঘটনাগুলোর দ্রুত, পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের ন্যায়বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনতে হবে।’ অ্যামনেস্টির এই ক্যাম্পেইনার বলেন, ‘সাম্প্রদায়িক উত্তেজনায় উসকানি দিতে ধর্মীয়ভাবে স্পর্শকাতর স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।সাতদিনের সেরা