kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

চট্টগ্রামে জশনে জুলুস আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২০ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) জশনে জুলুস আজ বুধবার অনুষ্ঠিত হবে। জুলুসের আয়োজক সংস্থা আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ৮টায় জুলুস শুরু হবে।

মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা মাঠ থেকে প্রদক্ষিণ শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর মোড়, মির্জারপুল, কাতালগঞ্জ, চকবাজার অলিখাঁ মসজিদ, চট্টগ্রাম কলেজ, গণি বেকারি, জামালখান খাস্তগীর স্কুল, আসকার দীঘি, কাজির দেউড়ি, আলমাস, দামপাড়া ওয়াসা মোড়, জিইসি, ২ নম্বর গেট হয়ে আবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে জমায়েত হবে। জুলুস শেষে দুপুরে মাহফিল। এরপর জোহরের নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও লাখো মানুষের অংশগ্রহণে জুলুসের শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনজুমান সিকিউরিটি ফোর্স, গাউসিয়া কমিটি বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা দায়িত্ব পালন করবেন। জশনে জুলুসে নেতৃত্ব দেবেন আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ।সাতদিনের সেরা