kalerkantho

সোমবার । ১৪ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বাড়ল

কুমিল্লা সংবাদদাতা   

১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লা নগরীর নানুয়ার দীঘিরপাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ ও প্রতিমা ভাঙচুর এবং সহিংসতার ঘটনা তদন্তে জেলা প্রশাসনের গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওযার কথা ছিল গতকাল সোমবার। তবে তিন কর্মদিবস শেষ হলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি কমিটির সদস্যরা। এ কারণে সময় বাড়িয়ে আগামী সপ্তাহে প্রতিবেদন জমা দেওয়া হতে পারে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘অধিকতর তথ্য সংগ্রহ ও গ্রেপ্তার হওয়া আসামিদের আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আগামী সপ্তাহেই তদন্ত রিপোর্ট পেয়ে যাব।’সাতদিনের সেরা