kalerkantho

শনিবার । ৮ মাঘ ১৪২৮। ২২ জানুয়ারি ২০২২। ১৮ জমাদিউস সানি ১৪৪৩

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে কলকাতায় মিছিল

কূটনৈতিক প্রতিবেদক   

১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও পুণ্যার্থীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। ভারতের লোকসভার সদস্য, নারী ও শিশু উন্নয়নবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী টুইট বার্তায় জানান, পশ্চিমবঙ্গ বিজেপি গতকাল দক্ষিণ কলকাতায় বিক্ষোভ করেছে। বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল গড়িয়াহাটে শেষ হয়।

দেবশ্রী চৌধুরী টুইটারে বিক্ষোভের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সেখানে তাঁকে বিক্ষোভে স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিল থেকে প্রতিমা ভাঙচুর ও অনুসারীদের ওপর হামলার নিন্দা জানানো হয়েছে।

কলকাতা থেকে পাওয়া খবরে জানা গেছে, বিজেপি পশ্চিমঙ্গ রাজ্যের ১৮টি স্থানে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলার প্রতিবাদে গতকাল কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কাছে বিক্ষোভ মিছিল করেছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট-লেলিনিস্ট) লিবারেশন (সিপিআইএমএল)। কলকাতায় ইস্কন কর্তৃপক্ষ ও ভক্তরাও বাংলাদেশ উপহাইকমিশনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।সাতদিনের সেরা