kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

আরো ছয়জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো ছয়জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো ছয়জনের মৃত্যু হয়েছে, যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১১ মার্চ দেশে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছিল। মৃত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে গতকাল শনিবার এসব তথ্য জানা যায়। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হলো ২৭ হাজার ৭৫২ জনের। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৯৩ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছে তিনজন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৪২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮২৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৭৬ হাজার ৮২৫টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১.৮৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।সাতদিনের সেরা