kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

জাতিসংঘের সমঝোতার পরও ভাসানচর নিয়ে এনজিওগুলোর সংশয়

কূটনৈতিক প্রতিবেদক   

১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতিসংঘ সমঝোতা স্মারক (এমওইউ) সই করার পরও ভাসানচর নিয়ে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো (এনজিও)। তারা সমঝোতা স্মারক প্রকাশ ও রোহিঙ্গাদের অবাধ চলাচলের সুযোগ দাবি করেছে। উল্লেখ্য, নোয়াখালীর ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত হতে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) গত শনিবার বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করে। মানবাধিকার সংস্থা ফোরটিফাই রাইটস গতকাল শুক্রবার ব্যাংককে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ভাসানচরে জাতিসংঘের ভূমিকা কী হবে, সে বিষয়ে সমঝোতা স্মারকটি প্রকাশ করা উচিত।

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকার ও জাতিসংঘ—উভয় পক্ষেরই উচিত ভাসানচরে রোহিঙ্গাদের আসা-যাওয়ার অবাধ সুযোগ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রোহিঙ্গাদের অংশগ্রহণ নিশ্চিত করা।সাতদিনের সেরা