স্থানীয় সরকারের ৯টি পৌরসভা এবং তৃতীয় ধাপে সারা দেশে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন আবেদন ফরম বিতরণ শুরু হচ্ছে আজ। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই মনোনয়ন ফরম বিতরণ চলবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন