kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

আট মাস পরে শনাক্ত ৪০০-এর নিচে

আরো ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআট মাস পরে  শনাক্ত ৪০০-এর নিচে

টানা আট মাস পর দেশে করোনা শনাক্ত ৪০০ জনের নিচে নেমেছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৯৬ জনের। এর আগে গত ১৬ মে শনাক্ত ছিল ৩৯৬ জন। মাঝের দিনগুলোতে সব সময়ই শনাক্ত এর ওপরে ছিল।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন ও সুস্থ হয়েছে ৫২৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হার ২.৯ শতাংশ। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন। এর মধ্যে মারা গেছে ২৭ হাজার ৭৪৬ জন ও সুস্থ হয়েছে ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী। যাঁদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের একজন, ৬১ থেকে ৭০ বছরের চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ছয়জন, চট্টগ্রাম বিভাগের দুজন ও সিলেট বিভাগের একজন।সাতদিনের সেরা