kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে আ. লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম নগরীর জেএম সেন হলে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা ভাঙচুর এবং দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের  উপাসনালয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। জেএম সেন হলের সামনের সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি গতকাল শুক্রবার চেরাগী পাহাড় মোড়, প্রেস ক্লাব চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেএম সেন হল মোড়ে এসে শেষ হয়। বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী, কাউন্সিলর পুলক খাস্তগীর, প্রশান্ত চৌধুরী যিশু, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, আজিজুর রহমান, ফরহাদুল ইসলাম রিন্টু, নরুল আজম রনি, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রনি মির্জা, সহসম্পাদক রাহুল দাশ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মো. ইমতিয়াজ প্রমুখ।সাতদিনের সেরা