kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

সমুদ্রসৈকতে বিসর্জনে মানুষের ঢল

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনে ঢল নেমেছিল মানুষের। গতকাল শুক্রবার দুপুর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন পর্ব। বিপুল পূজারি, ভক্ত-দর্শনার্থীর উপস্থিতিতে বিদায় জানানো হয় মা দুর্গাকে।

কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে গতকাল দুপুর থেকে ট্রাকে প্রতিমা নিয়ে সমুদ্রসৈকতে আসতে থাকেন পূজারিরা। ঢাক-ঢোল, কাঁসর বাজিয়ে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।

প্রতিমা বিসর্জন উপলক্ষে সৈকতের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বিজয়া দশমীর এক অনুষ্ঠান। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ। অন্যদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রমুখ।সাতদিনের সেরা