kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

আরো ১৮৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো ১৮৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৩২ জন এবং ঢাকার বাইরে ৮২ জন। নতুন ও পুরনো রোগী মিলে গতকাল সকালে বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগী ছিল ৯০৬ জন। এর মধ্যে ৭৪০ জন ঢাকায় এবং ১৬৬ জন ঢাকার বাইরে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে এ বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা ছিল ২০ হাজার ৯১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ হাজার ৯২৪ জন এবং মারা গেছে ৮২ জন।সাতদিনের সেরা