ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো ১৮৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৩২ জন এবং ঢাকার বাইরে ৮২ জন। নতুন ও পুরনো রোগী মিলে গতকাল সকালে বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগী ছিল ৯০৬ জন। এর মধ্যে ৭৪০ জন ঢাকায় এবং ১৬৬ জন ঢাকার বাইরে।
বিজ্ঞাপন