kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

কভিড প্রভাব মোকাবেলায় প্রয়োজন বৈশ্বিক প্রয়াস

সম্মেলনে স্পিকার

নিজস্ব প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকভিড-পরবর্তী নেতিবাচক প্রভাব ও নারী সহিংসতা মোকাবেলায় সামাজিক ও বৈশ্বিক প্রয়াস প্রয়োজন বলে উল্লেখ করেছেন বাংলাদেশে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরামের প্ল্যানারি সেশনে তিনি এ কথা বলেন। ওই সেশনে সেদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বক্তব্য দেন। তাঁর বক্তব্যের সময়ও উপস্থিত ছিলেন শিরীন শারমিন।

বিজ্ঞাপন

ওই সেশনে স্পিকার বলেন, পুরো বিশ্ব কভিড-১৯ মহামারির কারণে একটি নতুন বৈশ্বিক বাস্তবতার মুখোমুখি। বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে বহুমুখী চ্যালেঞ্জ সৃষ্টি করেছে এই মহামারি। কভিড-১৯-পরবর্তী নেতিবাচক প্রভাব ও নারী সহিংসতা মোকাবেলায় সামাজিক ও বৈশ্বিক সম্মিলিত প্রয়াস প্রয়োজন। শিরীন শারমিন আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবসম্পদ ও নারীদের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য ঋণ ব্যবস্থা, দরিদ্র নারীদের জন্য সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচিসহ আরো কর্মসূচি নেওয়া হয়েছে।সাতদিনের সেরা