kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

ছাত্রলীগের কমিটি বাতিল দাবিতে সিলেটে মিছিল

সিলেট অফিস   

১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে নগরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরের তেলিহাওর থেকে মিছিল বের করেন তাঁরা। ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি ও তেলিহাওর গ্রুপের নেতা শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে মিছিলটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘অবৈধ কমিটি মানি না, মানব না’ বলে স্লোগান দেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মিছিল শেষে নগরের চৌহাট্টা পয়েন্টে এসে পথসভায় মিলিত হন তাঁরা। এ সময় চৌহাট্টা এলাকার সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর নানা কারণে বিলম্বের প্রায় চার বছর পর গত মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।সাতদিনের সেরা