kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

করোনায় আরো ৭ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৭৩৭ জনে। নতুন শনাক্ত রোগী ৪৬৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আগের ২৪ ঘণ্টার এসব তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, এক দিনে সুস্থ হয়েছে ৬৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২.১৬ শতাংশ। এ পর্যন্ত মোট এক কোটি ৪২ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫.৫৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭.৫৬ শতাংশ এবং মৃত্যুহার ১.৭৭ শতাংশ।সাতদিনের সেরা