kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

দূষণের দায়ে পাঁচ কারখানাকে ১৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে দূষণের দায়ে পাঁচটি কারখানাকে ১৮ লাখ ২৫ হাজার ৫২০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী শুনানি শেষে ওই অর্থদণ্ড দেন। এ বিষয়ে নূরুল্লাহ নূরী বলেন, তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) বন্ধ রেখে অতিরিক্ত ধোঁয়া ছড়িয়ে এবং অপরিশোধিত বর্জ্য নালায় ফেলে পরিবেশদূষণের দায়ে পাঁচটি কারখানাকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, জরিমানা যথা সময়ে আদায় না হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হবে।সাতদিনের সেরা