kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

পরিকল্পনা প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য শক্তির গুরুত্ব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক   

১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনবায়নযোগ্য শক্তির ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের কাউন্সিল হলে এক সেমিনারে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য শক্তি তথা গ্রিন এনার্জির ওপর গুরুত্ব দিতে হবে। দৃষ্টি দিতে হবে ‘সার্কুলার’ কৃষির দিকে।

নবায়নযোগ্য শক্তিবিষয়ক ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা বলেন, সরকার ‘ক্লিন এনার্জিকে’ উৎসাহ দেওয়ার জন্য দেশের ৬৪টি জেলায় ৬৪ হাজার বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে।সাতদিনের সেরা