kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

ইভ্যালি পরিচালনায় বোর্ড করে দেবেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক   

১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনায় একটি বোর্ড গঠন করে দেবেন হাইকোর্ট। এতে থাকবেন একজন সাবেক বিচারপতি, একজন সচিব, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও একজন আইনজীবী। ইভ্যালি অবসায়ন চেয়ে করা এক রিটের শুনানি শেষে গতকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশের জন্য আজ বুধবার দিন রেখেছেন বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ।

একজন গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না, তা জানতে চেয়ে গত ২২ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট।

শুনানিতে বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার ও প্রতিযোগিতা কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তাপস কুমার বল। তিনি বলেন, আদালত বলেছেন, এ বিষয়ে একটি বোর্ড গঠন করে দেওয়া হবে।

গত ৩০ সেপ্টেম্বর ইভ্যালির সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী গত সোমবার প্রতিষ্ঠানটির যাবতীয় নথিপত্র হাইকোর্টে জমা দেয় জয়েন্ট স্টক কম্পানিজ। সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) জমা দেওয়ার কথা থাকলেও ইভ্যালি দেয় ২০১৯ সালের প্রতিবেদন।সাতদিনের সেরা