kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে রাজপথে প্রতিষ্ঠানপ্রধানরা

নিজস্ব প্রতিবেদক   

১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির হাতে প্রধান শিক্ষক লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষকরা। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবসহ সারা দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ। গত শুক্রবার বগুড়ায় নন্দীগ্রাম উপজেলার কোশাস বহুমুখী উচ্চ বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটন একই উপজেলার ভর তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. সাজ্জাদুল ইসলামকে ঘুষি মারেন। এতে ওই শিক্ষকের তিনটি দাঁত ভেঙে যায়। তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়। সংগঠনের সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস বলেন, ‘একজন শিক্ষককে শারীরিক নির্যাতন কোনোভাবে কাম্য নয়। হীনম্মন্য ঘটনাটি আমাদের নজরে এসেছে। এই হীনম্মন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অপরাধীকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ সংগঠনের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বাবুল এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘আমরা ম্যানেজিং কমিটির সভাপতির বিচার চাই।’ গত সোমবার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। একই সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার গৌতম চন্দ্র রায় কর্তৃক উরফি বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে নির্যাতনের প্রতিবাদও জানিয়েছে সংগঠনটি।সাতদিনের সেরা