kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

সিলেটে চাঁদাবাজি মামলায় দুজন কারাগারে

সিলেট অফিস   

১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটের নয়া সড়কে ব্যক্তিমালিকানাধীন ভূমিতে দোকান নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং চাঁদা দাবির মামলায় দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চাঁদাবাজি মামলার আসামি জিয়াউর রহমান লিমন ও মতিউর রহমান শিমুলকে কারাগারে পাঠান।

বাদীপক্ষের  আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুনানি শেষে আদালত দুই আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ’

আদালত সূত্রে জানা গেছে, নয়া সড়কের বাসিন্দা মৃত শফিক উদ্দিনের ছেলে আদনান মাহমুদ গত ২৩ এপ্রিল তাঁর নিজস্ব জায়গায় সিটি করপোরেশনের অনুমতি নিয়ে স্থাপনা তৈরির কাজ শুরু করেন।

বিজ্ঞাপনসাতদিনের সেরা