kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

ওবায়দুল কাদের বললেন

ইউপি নির্বাচনে বিএনপি ঘোমটা পরে অংশ নিচ্ছে

নিজস্ব প্রতিবেদক   

১০ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে। বিএনপিকে বলি, ঘোমটা ছেড়ে সৎ সাহস থাকলে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করুন। ’ তিনি গতকাল শনিবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে বিফ্রিংকালে এসব কথা বলেন। বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি।

বিজ্ঞাপন

এ জন্য বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নেবে। ’ বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এ বিষয়ে অযথা মাঠ গরম করার চেষ্টা করবেন না। ’সাতদিনের সেরা