kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

যুক্তরাষ্ট্র কংগ্রেসে বিল

রোহিঙ্গা ‘জেনোসাইড’ প্রশ্নে পররাষ্ট্র দপ্তরকে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ

কূটনৈতিক প্রতিবেদক   

৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন ‘জেনোসাইড’ কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আবারও তাগিদ দিয়েছেন ওই দেশটির কয়েকজন আইন প্রণেতা। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধিসভায় এসংক্রান্ত একটি বিল উঠেছে। ‘বার্মা ইউনিফায়েড থ্রু রিগোরাস মিলিটারি অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট অব টোয়েন্টি টোয়েন্টিওয়ান (সংক্ষেপে বার্মা অ্যাক্ট)’ নামের ওই বিলে রোহিঙ্গা নিপীড়ন ‘জেনোসাইড’ কি না তা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগেও বিভিন্ন সময় এমন দাবি উঠেছিল।

বিজ্ঞাপন

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্মূল অভিযানের মুখে প্রায় আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তৎকালীন ট্রাম্প প্রশাসন ওই নিপীড়নের ঘটনাগুলো তদন্তের উদ্যোগ নিলেও নিপীড়নকে ‘জেনোসাইড’ হিসেবে অভিহিত করেনি। সে সময় ফাঁস হওয়া নথি থেকে জানা যায়, রোহিঙ্গা ‘জেনোসাইড’ প্রশ্নে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ-পূর্ব এশিয়া ব্যুরোর সঙ্গে মানবাধিকারবিষয়ক ব্যুরোর মতপার্থক্য দেখা দিয়েছিল। মানবাধিকারবিষয়ক ব্যুরোর অবস্থান ছিল রোহিঙ্গা নিপীড়নের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়া ব্যুরোর অবস্থান ছিল কঠোর অবস্থান নিতে গেলে যুক্তরাষ্ট্র মিয়ানমারে তার সম্ভাবনা হারাবে। ‘জেনোসাইড’ বলে স্বীকার করলে এটি ঠেকাতে ব্যবস্থা গ্রহণের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা আছে। এতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত বাধতে পারে।সাতদিনের সেরা