kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

দলের কতজন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জানে না বিএনপি

শফিক সাফি   

৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদলের কতজন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জানে না বিএনপি

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। কিন্তু সেবার চেয়ারম্যান পদে কতজন দলীয় প্রার্থী জয়ী হয়েছেন সে তথ্য দলটির কাছে নেই। এবার দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও ছাড় রয়েছে, কেউ ব্যক্তিগতভাবে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। অবশ্য এ রকম কতজন নির্বাচন করতে পারেন সেটাও এখন পর্যন্ত জানে না বিএনপি।

বিজ্ঞাপন

তবে কালের কণ্ঠ ছয়টি জেলার সাতটি উপজেলার ৬১টি ইউনিয়নে খোঁজ নিয়ে জানতে পেরেছে, এখন পর্যন্ত ৩৮টি ইউনিয়নে বিএনপির ৪৯ জন নির্বাচন করতে আগ্রহী। কোনো কোনো ইউনিয়নে একাধিক সম্ভাব্য প্রার্থীও রয়েছেন।

আমাদের সিলেট অফিস জানায়, জেলার বিয়ানীবাজারের ১০টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে বিএনপি নেতারা নির্বাচন করবেন। তাঁদের মধ্যে তিনজন বর্তমানে চেয়ারম্যান। তাঁরা হলেন কুড়ার বাজার ইউনিয়নের এ এফ এম আবু তাহের, আলী নগরের মামনুর রশিদ ও তিলপারার মাহবুবুর রহমান। এ ছাড়া শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার খান জাহেদও নির্বাচন করবেন।

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জেলার ফুলবাড়িয়ার ১৩টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে বিএনপির ছয় নেতা নির্বাচন করবেন। তাঁদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আছেন দুইজন। তাঁরা হলেন বাকতা ইউনিয়নের ফজলুল হক মাখন ও ভবানীপুর ইউনিয়নের শাহীনুর মল্লিক জীবন।

জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘এ সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নেবে না। ফলে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না সেটা জানিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে চান সেটা তাঁর নিজের বিষয়। ’

বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে থাকা দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে দলের প্রার্থী কারা হচ্ছেন সে খোঁজ আমরা রাখছি না। তাই এ সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্যও নেই। ’

দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের কাছেও জানতে চাওয়া হয়। কিন্তু তাঁরা জানান যে তাঁদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।সাতদিনের সেরা