তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘ক্লিন ফিড চালুর জন্য কেবল অপারেটরদের কোনো রকম সময় দেওয়া হবে না। এ ছাড়া আগামী বছর থেকে অনলাইন পোর্টাল নতুনভাবে আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন নিতে হবে বলেও জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া, বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সহসভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মাসউদুল হক প্রমুখ।
বিজ্ঞাপন