kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

করোনায় আরো ২১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারীর সংখ্যা ১২ জন ও পুরুষ ৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৭০৩ জন ও সুস্থ হয়েছে ৮১৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৮৮ শতাংশ।

গতকাল পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন। এর মধ্যে মারা গেছে ২৭ হাজার ৬৩৫ জন। সুস্থ হয়েছে ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন।

গতকালের মৃতদের মধ্যে ১১-২০ বছরের একজন, ২১-৩০ বছরের দুজন, ৩১-৪০ বছরের দুজন, ৪১-৫০ বছরের চারজন, ৫১-৬০ বছরের ছয়জন, ৬১-৭০ বছরের দুজন, ৭১-৮০ বছরের একজন, ৮১-৯০ বছরের একজন ও ৯১-১০০ বছরের দুজন। মৃতদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আটজন করে, খুলনা বিভাগের দুজন, সিলেটের একজন ও রংপুরের দুজন রয়েছে।সাতদিনের সেরা