কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিব উল্লাহ হত্যার ঘটনায় তিন আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তিন আসামি হলেন জিয়াউর রহমান, আব্দুস সালাম ও মো. ইলিয়াস। গতকাল বুধবার সকালে তামান্না ফারাহর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রবিবার এ ঘটনায় দুই আসামি মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিব উল্লাহ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়।