সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটনকে দলীয় মনোনয়ন দিলে জয় সহজ হবে বলে মনে করেন তাঁর সমর্থকরা। শাহজাদপুরের উন্নয়নে তিনি ও তাঁর বাবার অবদান সাধারণ ভোটাররাও মূল্যায়ন করবে বলে তাঁদের আশা।
দুগ্ধ ও তাঁতশিল্প শাহজাদপুরের অর্থনীতির প্রাণ। আর এ দুটি শিল্পেরই অগ্রযাত্রা সূচনার সঙ্গে যুক্ত ছিলেন সাজ্জাদ হায়দার লিটনের বাবা আব্দুল মতিন মোহন।
বিজ্ঞাপন
পোঁতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ কালের কণ্ঠকে বলেন, ‘শাহজাদপুরে সাজ্জাদ হায়দার মনোনয়ন পেলে অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন হওয়ার সুযোগ তৈরি হবে। ’
শাহজাদপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশিদুল হায়দার কালের কণ্ঠকে বলেন, ‘শাহজাদপুরে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীরা সবাই মনোনয়ন পান। ’
যুবলীগ নেতা মাসুক রহমান কালের কণ্ঠকে বলেন, ‘মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান সাজ্জাদ হায়দার ভাই। সামাজিক, সাংস্কৃতিক যেকোনো আয়োজনে তিনি সহযোগিতা করেন। তিনি সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। ’
জানতে চাইলে সাজ্জাদ হায়দার কালের কণ্ঠকে বলেন, ‘পোঁতাজিয়া ইউনিয়নে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে আমি সক্রিয় ভূমিকা রেখেছি। প্রজন্ম ধরে আমরা মানুষের সেবা করে যাচ্ছি। দলের মনোনয়ন পেলে শাহজাদপুরের উন্নয়নে আমার বাবার মতো অবদান রাখব। নির্বাচিত হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে শাহজাদপুরকে উন্নয়নের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব। ’