kalerkantho

বুধবার ।  ১৮ মে ২০২২ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৬ শাওয়াল ১৪৪৩  

টেকনাফে দেড় কেজি আইস উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকক্সবাজারের টেকনাফে দেড় কেজি ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় আইসের চালানটি পাচারে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়।

আটক মো. আব্দুল মজিদের (২০) বাড়ি গোদারবিল এলাকায়।

বিজ্ঞাপন

উদ্ধার মাদকের আনুমানিক মূল্য সাড়ে সাত কোটি টাকা।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির সদরের একটি বিশেষ টহলদল গোদারবিল বাজারসংলগ্ন প্রধান সড়কের পাশে কৌশলগত অবস্থান নেয়। টহলদল কয়েকজন সন্দেহভাজন বেসামরিক ব্যক্তিকে সেখানে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে টহলদলের ধাওয়া খেয়ে একজন দুষ্কৃতকারী মোটরসাইকেল থেকে নেমে গোদারবিল এলাকার তিনতলা একটি বাড়িতে উঠে যান। টহলদল বাড়িটিতে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে (আব্দুল মজিদ) আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশি করে একটি মোটরসাইকেল ও আইসের দুটি প্যাকেট (দেড় কেজি) উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

ফয়সল হাসান আরো বলেন, আটককৃত ব্যক্তিকে জব্দ করা আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।সাতদিনের সেরা