এসএসসি-এইচএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি সিলেবাস সংক্ষিপ্ত করার জন্য আন্দোলনের কথা না ভেবে শিক্ষার্থীদের পাঠে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৬০ কর্মদিবস ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৮৪ কর্মদিবসের সিলেবাস প্রণয়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষার আয়োজন করা হবে। সিলেবাস সংক্ষিপ্ত করার জন্য কেউ আন্দোলন করলে সেটা আমলে নেওয়া হবে না। ’