নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে জাতিসংঘ চলতি সপ্তাহেই বাংলাদেশের সঙ্গে চুক্তি করছে। আগামীকাল বৃহস্পতিবার নাগাদ চুক্তিটি সই হতে পারে। গতকাল মঙ্গলবার উভয় পক্ষ চুক্তির বিভিন্ন বিষয় চূড়ান্ত করেছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, রোহিঙ্গাদের ভাসানচরে যাওয়া নিয়ে বর্তমানে সরকারের সঙ্গে আলোচনা চলছিল জাতিসংঘের।
বিজ্ঞাপন
জানা গেছে, রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা চেয়েছে জাতিসংঘ। এখানে শুধু জরুরি ক্ষেত্রে যেমন কেউ অসুস্থ হয়ে পড়লে, সে ক্ষেত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মতো বিষয়গুলোতে বাংলাদেশ ছাড় দেবে।