kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

নড়াই নামে নদী ছিল

৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনড়াই নামে নদী ছিল

নড়াই নদী। ঢাকা শহরে এই নামে যে একটা নদী আছে, তা হয়তো কেউ বিশ্বাস করবে না। কারণ নদীটি দখল ও দূষণে সরু হতে হতে কালের বিবর্তনে হয়ে গেছে রামপুরা খাল। সেই নদী রক্ষা করতে কাগজের নৌকা ভাসায় বেসরকারি সংগঠন নোঙর। গতকাল খিলগাঁওয়ের মেরাদিয়ায়। ছবি : শেখ হাসানসাতদিনের সেরা