আগামী বছরের হজ ব্যবস্থাপনা প্রযুক্তিনির্ভর হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি গতকাল মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এ কথা জানান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘২০২২ সালের হজ ব্যবস্থাপনা অনেকাংশেই প্রযুক্তিনির্ভর হবে। প্রযুক্তিনির্ভর হজ ব্যবস্থাপনায় অংশ নেওয়ার জন্য হজযাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজ্ঞাপন