প্রতারণার এক মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেপ্তার করে রাজধানীর গুলশান থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাঁর গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আব্দুর রহমান ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে জামিন দেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট আদালতের পেশকার জাহিদ হাসান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুর রহমানকে ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ গণমাধ্যমকে জানান, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে তাঁকে গ্রেপ্তার করা হয়।