রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। রামপুরা কাঁচাবাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে শাকিল আহমেদ (২২) ও চকবাজার এলাকার একটি ভবন থেকে পড়ে নাসির উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শাকিলের সহকর্মী রশিদুল ইসলাম জানান, শাকিল পেশায় রাজমিস্ত্রি। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে রামপুরা কাঁচাবাজার এলাকায় একটি নির্মাণাধীন আটতলা ভবনে দ্বিতীয় তলায় বাঁশের মাচা খোলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি।
বিজ্ঞাপন