kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

তেজগাঁওয়ে বিস্ফোরণে আরো একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইয়াছিন তালুকদার (৩২) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। এর আগে গত শনিবার ভোরে মারা যান জিকরুল্লাহ জিতু। তাঁর শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

বিজ্ঞাপন

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন জানান, তেজগাঁওয়ের বিস্ফোরণের ঘটনায় সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইয়াছিন। তাঁর শ্বাসনালিসহ শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। ভাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে ইয়াছিনের বড় বোন উম্মে কুলসুম জানান, তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। বাবার নাম ইব্রাহীম তালুকদার। ইয়াছিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছিলেন। তেজগাঁওয়ের একটি মেসে থেকে টিউশনি করতেন তিনি।সাতদিনের সেরা