kalerkantho

শুক্রবার । ৭ মাঘ ১৪২৮। ২১ জানুয়ারি ২০২২। ১৭ জমাদিউস সানি ১৪৪৩

বিতর্কিত উপস্থাপক কনক সারোয়ারের বোন আটক

নিজস্ব প্রতিবেদক   

৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিতর্কিত উপস্থাপক কনক সারোয়ারের বোন আটক

রাজধানীর উত্তরা এলাকা থেকে নুসরাত শাহরিন নামের এক নারীকে আটক করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী অপতৎপরতার অভিযোগে র‌্যাব তাঁকে আটক করে। র‌্যাব বলেছে, নুসরাত যুক্তরাষ্ট্রপ্রবাসী বিতর্কিত উপস্থাপক কনক সারোয়ারের বোন। কনক সারোয়ারও যুক্তরাষ্ট্রে পলাতক অবস্থায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত।

বিজ্ঞাপন

গত সোমবার দিবাগত রাতে নুসরাতকে আটক করা হয়। র‌্যাব সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে জানান, সম্প্রতি একটি চক্র দেশ-বিদেশে অবস্থান করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। এই চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে ভার্চুয়াল জগতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। চক্রের বিদেশে অবস্থানকারী সদস্যরা দেশীয় এজেন্টদের সঙ্গে যোগসাজশে এমন অপকর্ম করছেন। র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।সাতদিনের সেরা