kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

শাহীন আনাম ও এঞ্জেলার বিরুদ্ধে আরেকটি মামলা

তদন্ত করবে সিআইডি

নিজস্ব প্রতিবেদক   

৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেসরকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশনের’ নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং ‘বাঁচতে শেখার’ নির্বাহী পরিচালক এঞ্জেলা গোমেজের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে এই মামলা করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

হিন্দু আইন পরিবর্তনের নামে দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি, হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষের মধ্যে বিভেদ, ঘৃণা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয় মামলায়।

বিজ্ঞাপন

মামলার বাদী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী।

এর আগে গত ২১ সেপ্টেম্বর একই অভিযোগে শাহীন আনাম ও এঞ্জেলা গোমেজের বিরুদ্ধে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। ওই মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় বাদীপক্ষের আইনজীবী জয়লাল বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, শাহীন আনাম ও এঞ্জেলা গোমেজ গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় সভা-সেমিনার করে হিন্দু আইন পরিবর্তনের পক্ষে জনমত সৃষ্টির নামে হিন্দু সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব, বিভেদ ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছেন।সাতদিনের সেরা