নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার স্বর্ণদ্বীপ থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদেরকে স্বর্ণদ্বীপে দেখে আটক করে পুলিশকে অবহিত করে স্থানীয়রা। আটক রোহিঙ্গাদের ভাসানচরে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলামের পাঠানো এক প্রেস বার্তায় গতকাল সন্ধ্যায় জনানো হয়, ৪৫ জন রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটকে আছে।
বিজ্ঞাপন
ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম জানান, কোস্টগার্ড হাতিয়ার একদল সদস্য আটক রোহিঙ্গাদের স্বর্ণদীপ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে গেছেন। তবে তাঁরা এখনো আটক রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরে এসে পৌঁছাননি। তাঁরা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তিনি আরো জানান, ভাটার কারণে রোহিঙ্গাদের উদ্ধার করার ট্রলার সমুদ্রের তীর থেকে এক কিলোমিটার দূরে আটকা পড়েছে। রাতে জোয়ার এলে তাদের ভাসানচরে নিয়ে আসা হবে।