kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

ডেঙ্গুতে আরো ৩ জনসহ মোট মৃত্যু ৭১

নিজস্ব প্রতিবেদক   

৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৭১ জন। এর মধ্যে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা গেছে তিনজন। এ ছাড়া ওই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন আরো ১৯৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৪৩ জন ও ঢাকার বাইরে ৫১ জন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই তথ্য অনুসারে গতকাল সকালেও সারা দেশে ৯৫৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। যাদের মধ্যে ঢাকায় ৭৫৮ জন ও ঢাকার বাইরে ১৯৭ জন। সব মিলিয়ে দেশে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১৮ হাজার ৭৪৪ জন। যাদের মধ্যে ১৭ হাজার ৭২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।সাতদিনের সেরা